E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম

২০১৯ জুলাই ২৭ ১৬:৪৫:১৭
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহর অংশ হিসেবে শনিবার  সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের আয়োজনে এক র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। 

র‌্যালিটি সদর হাসপাতালে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীনসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে প্রথমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলভার জুবীলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিএন ব্যায়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন।

এসময় এসব স্কুলে মশক নিধনে ওষুধ স্প্রের পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু জ¦র প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন।

(আরকে/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test