E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আশাশুনিতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন

২০১৯ জুলাই ২৭ ১৮:১৭:০৫
আশাশুনিতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দুইজনের মুক্তির দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আশাশুনির আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও জেল হাজতে থাকা দু’ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এলাকাবাসির আয়োজনে শনিবার বিকেল ৪টায় উপজেলা কপোতাক্ষ নদী সংলগ্ন বাগালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আনুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সানা,আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, সাবেক যুবলীগের সভাপতি এসমত তোহা লিংকন,সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুর ইসলাম,কামরুজ্জামান,মোদাছ্ছার সানা, রাজ্জাক সরদার, লতিফ সানা প্রমূখ।

বক্তারা বলেন,মনিপুর লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীর চরভরাটি সরকারি খাস সম্পত্তির উপর কোন সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে ঘরবাঁধা শুরু করে জামাত নেতা আবু সাইদ।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মনিপুর গ্রামবাসী একত্রিত হয়ে ঘর বাঁধতে বাধাদেন। ঐরাতে জামাত নেতা আমাদেরকে ফাঁসাতে ঘর জ্বালানোর নাটক সাজিয়ে পরের দিন ১২ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করে। মামলায় ১২জন আসামির মধ্যে ১০জন জামিন পেলেও রবিউল ও মোমিনুর জেলে আছেন। মানববন্ধন থেকে অবিলম্বে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার দু নেতাকে মুক্তি দাবি জানানো হয়।

(আরকে/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test