E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বলছে বাঘের সংখ্যা বাড়ছে : বন বিভাগ 

২০১৯ জুলাই ২৯ ১৭:১৪:৫৬
বলছে বাঘের সংখ্যা বাড়ছে : বন বিভাগ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাঘের আবাস রক্ষা এবং বাঘ রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১০ সাল থেকে সেন্ট পিটার্সবার্গে শুরু হয় বিশ্ব বাঘ দিবস উদযাপন। বিশ্ব বন্যপ্রাণী সংস্থার দৃষ্টিভঙ্গির সাথে সহমত হয়ে প্রতিবছর ২৯ জুলাই বিশ্বের সাথে বাংলাদেশও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় ‘বিশ্ব বাঘ দিবস’ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পাদদেশে মুন্সীগঞ্জস্থ বনবিভাগের টহলফাঁড়িতে উদযাপিত হলো বিশ্ববাঘ দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘বাঘ বাড়াতে শপথ করি, সুন্দরবন রক্ষা করি’। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান। আলোচনা করেন সুন্দরবন পশ্চিমের সহকারি বন সংরক্ষক মো: রফিক উদ্দিন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, সুন্দরবনের এসও বেলাল হোসেন, কামরুল হাসান। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ তথ্যানুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা সর্বশেষ ক্যামেরা ট্রাপিংয়ের জরিপ অনুযায়ী ১১৪টি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মো: রফিক উদ্দিন বলেন, এক সময় সুন্দরবনে খাদ্যাভাবের কারণে বাঘ লোকালয়ে চলে আসতো। এখন সুন্দরবনে খাদ্যাভাব না থাকায় বাঘ লোকালয়ে আসছে না। প্রতি বছর বাড়ছে বাঘের সংখ্যা।

(আরকে/এসপি/জুলাই ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test