E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শরণখোলায় আ.লীগের ৪টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন 

২০১৯ অক্টোবর ২৯ ১৮:০১:৫৭
শরণখোলায় আ.লীগের ৪টি ইউনিয়নের সম্মেলন সম্পন্ন 

বাগেরহাট প্রতিনিধি : ধানসাগর ইউনিয়ন সম্মেলনের মধ্যদিয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই ইউনিয়নের ডিএন কারিগরি কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে মহিম আকনকে সভাপতি ও তপু বিশ্বাসকে সাধারণ সম্পদক নির্বাচিত করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা. এমএ মতিন, শরণখোলা উপজেলা আওয়মীলীগের সভাপতি কামাল উদ্দিন আকন, সহসভাপতি যথাক্রমে সহিদ হোসেন বাবুল, এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন।

অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, সাব্বির আহমেদ মুক্তা, আ. সোবাহান মুন্সী, বাবুল আকন, জাকির হোসেন খান মহিউদ্দিন, জালাল আহমেদ রুমি, আজমল হোসেন মুক্তা, যুবলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা হাসান মীর প্রমূখ।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনে তিনটি ইউনিয়নের মধ্যে খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন সভাপতি-তাইজুল ইসলাম তাজু সরদার সাধারণ সম্পাদক, সাউথখালীতে আবু রাজ্জাক আকন সভাপতি-হাসানুজ্জামান পারভেজ সাধারণ সম্পাদক এবং রায়েন্দাতে শাহজাহান বাদল জমাদ্দার সভাপতি ও জালাল আহম্মেদ রুমি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আগামী আট নভেম্বর শরণখোলা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

(এসএকে/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test