E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় পরিবেশ সুরক্ষা সংস্থার বৃক্ষ রোপন

২০১৯ নভেম্বর ১৭ ১৮:৪০:২৯
নওগাঁয় পরিবেশ সুরক্ষা সংস্থার বৃক্ষ রোপন

নওগাঁ প্রতিনিধি : রবিবার দুপুরে নওগাঁ জেলা বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষা সংস্থার উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে সরকারি-বেসরকারি পতিত জমিতে বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসাবে সড়ক বিভাগ চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপন করেন, নওগাঁ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, সহকারী প্রকৌশলী শাহ মোঃ আসিফ, উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম ও প্রনব কুমার দাস, সংস্থার সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ হেলাল হোসেনসহ সংস্থার অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি মশিউর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবছরও বিনা মূল্যে ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চারা রোপন ও বিনা মূল্যে চারা বিতরন করা হবে বলে জানান তিনি।

(বিএম/এসপি/নভেম্বর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test