E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়

২০২০ জানুয়ারি ০৯ ১৬:৫৭:৫৮
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি : আগামী শনিবার (১১ জানুয়ারি) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিভিল সার্জন ডা. মুমিনুল হকের সভাপতিত্বে তার অফিস মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন জানান, ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২হাজার ৪৬০টি কেন্দ্রে ৯ হাজার ৮৪০জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৭৩৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৯৬২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্য্পাসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান। এসময় শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিড়িয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/জানুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test