E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান, ইউপি সদস্যকে আটকের নির্দেশ

২০২০ ফেব্রুয়ারি ০৩ ১৬:৩৪:৪০
শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান, ইউপি সদস্যকে আটকের নির্দেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় ভাষার মাসে শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজককারী ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়লকে আটকের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান।

বাগেরহাটের জেলা প্রশাসকের নির্দেশ এঘটনার মাষ্টারমাইন্ড মতিয়ার রহমান মোড়লকে চাঁদপাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ থেকে অপসারনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান জানান, রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য ও উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মতিয়ার রহমান মোড়লের উদ্যোগে শহীদ মিনারে জুতা পায়ে গান বাজনা ও নৃত্য পরিবেশনের ঘটনা ঘটে।

শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানের খবর জানতে পেরে আমি মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী পাঠিয়ে তাৎক্ষনিক ভাবে রবিবার রাত সাড়ে ১১ টায় অনুষ্ঠান বন্ধ করে দেই। এঘটনার মাষ্টারমাইন্ড ইউপি সদস্যকে আটক ও অপসানণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার জানান, স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি এবং আমাদের ইউএনও মহোদয় কেউই জানিনা। আমাদেরকে জানাননো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে উত্তর চাঁদপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাস জানান, ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠানটি একক সিদ্ধান্তেই করেছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি সদস্য মতিয়ার রহমান। এ ব্যাপারে আমি জানি না’।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test