E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাতালের টয়লেটে মিললো মাদকাসক্ত ব্যাক্তির লাশ

২০২০ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪০:৪০
চাতালের টয়লেটে মিললো মাদকাসক্ত ব্যাক্তির লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির বড় আখিড়ায় জনৈক নুরুল ইসলামের চাতালের টয়লেট থেকে মনোয়ার হোসেন (৩৫) নামের এক মাদকাসক্ত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ার উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সোমবার বেলা ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, উপজেলার বড় আখিড়ার নুরুল ইসলামের চাতালের পরিত্যাক্ত টয়লেটের মধ্যে মাদকাসক্ত মনোয়ার হোসেনের লাশ দেখতে পেয়ে স্থানিয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এসময় লাশের পাশে ইয়াবা ও হেরোইনের বিকল্প পেন্টাডল ট্যবলেট পাওয়া যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, মনোয়ার সোনাতলা থানার মাদক মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি এবং আদমদীঘি থানায় তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test