E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

চাকা ফেটে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে, আহত ৩০

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৬:২৭:৩২
চাকা ফেটে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে, আহত ৩০

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে চাকা ফেটে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে শিক্ষক, অভিভাবক ও এসএসসি পরীক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের কালামপুর গ্রামীণ ব্যাকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ধামরাইয়ের কালামপুর হারুণ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সাভার উপজেলার আশুলিয়া বসুন্ধরা মডেল হাইস্কুলের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে যাচ্ছিল। বাসটি ধামরাইয়ের কালামপুর গ্রামীণ ব্যাকের পশ্চিম পাশে পৌছলে সামনের চাকা ফেটে স্থানীয় এমএফবি ইটভাটার অফিস কক্ষের দেওয়া গিয়ে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।

হারুণ জেনারেল হাসপাতালের চিকিৎসক হারুণ অর রশিদ জানান, আহতদের মধ্যে পরীক্ষার্থী হৃদয়, রাকিবুল ইসলাম, জাহেদা আক্তার জাকিয়া, অভিভাবক সুরুজ্জামান, শিক্ষক উজ্জল হোসেনের অবস্থা আশংকাজনক। তারও পরীক্ষার কারণে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

আহত জাহেদা আক্তার জাকিয়ার বাবা সুরুজ্জামান জানান, বাসটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন ছিলেন। হঠাৎ বাসের চাকা ফেটে খাদে পড়ে যায়। এতে তার ডান পা ভেঙ্গে গেছে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, বাসে ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীসহ অভিভাবক ও শিক্ষকরা ছিলেন। তিন পরীক্ষার্থীসহ ৫ জনের অবস্থা গুরুত্বর। এরপরও পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সামনের চাকা ফাটার কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং কয়েকজন অভিভাবক ও শিক্ষককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।গাড়িটি আটক করা হয়েছে।এব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েে বলে জানান।

(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test