E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষা বোর্ড সচিবের সন্তোষ প্রকাশ

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৭:৫৭:৫৬
আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষা পরিদর্শনে শিক্ষা বোর্ড সচিবের সন্তোষ প্রকাশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় নকল মুক্ত, শান্তিপূর্ন পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বরিশাল শিক্ষা বোর্ড সচিব অধ্যক্ষ আ ফ ম বাহারুল আলম।

মঙ্গলবার সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ড সচিব অধ্যক্ষ আ ফ ম বাহারুল আলম আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্র, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।

এসময় নকলমুক্ত শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিতর দেখে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবকাদ জ্ঞাপন করেন তিনি।

পরিদর্শনের সময় বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আব্বাস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ কেন্দ্র সচিব নিখিল সমদ্দার, মো. মিজানুল হক, নির্মলেন্দু বাড়ৈ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test