E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভূমি অফিসের কর্মচারীদের পকেটে ৫’শ টাকার অধিক পাওয়া গেলে ব্যবস্থা

২০১৪ আগস্ট ১৭ ১১:৫৪:২৬
ভূমি অফিসের কর্মচারীদের পকেটে ৫’শ টাকার অধিক পাওয়া গেলে ব্যবস্থা

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : আমি অভিযোগ পেয়েছি, ভূমি অফিসে অনিয়ম, ঘুষ-দূর্নীতি চলছে। লোকজন জুলুম হয়রানীর শিকার হচ্ছে। টাকার বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে নামজারী করা হচ্ছে। এ ধরনের দূর্নীতি হয়রানী থেকে দুরে থাকুন।

আমি আকস্মিক পরিদর্শনে এসে কোন কর্মকর্তা কর্মচারীর পকেটে ৫’শ টাকার অধিক পেলে তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে ব্যবস্থা নেবো। উপরোক্ত উক্তি গুলো করেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে অভিযোগ করলেও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) কেএম সালাহ উদ্দিনকে সৎ কর্মকর্তা বলে উল্লেখ করেন ।

শনিবার দুপুর ১২ টায় পটিয়া উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এমপি সামশুল হক চৌধুরীর ভূমি অফিসের বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও রোকেয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভূমি কর্মকর্তা কে. এম সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালেক,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক এম এ রহিম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার, ছাত্রলীগ নেতা এজাজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কোরবান আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ সোহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী, সাধারন সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।

(এনই/এটিআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test