E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুলাদীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা আটক

২০১৪ আগস্ট ১৭ ১৪:০২:৩৩
মুলাদীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা আটক

বরিশাল প্রতিনিধি : জেলার মুলাদী উপজেলার গাছুয়া থেকে গোপন বৈঠক কালে  পৌর জামায়াতের সেক্রেটারী মো. আবুল হোসেন ওরফে বাবুল মাস্টারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। অপর দুই নেতা হলেন, মুলাদি ইউনিয়ন সভাপতি ক্বারী ফরিদ উদ্দিন ও নাজিরপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আ. মালেক। বরিবার বেলা ১১টায় এদের আটক করা হয়।

মুলাদী থানার ওসি মো. আলাউদ্দিন জানান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সালেও নেতৃত্বে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে মাওলানা গোলাম আজমের বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয় জামায়াতের নেতা কর্মীরা। খবর পেয়ে পুলিশ হানা দিয়ে তিন জনকে আটক করতে সক্ষম হন। অন্যরা পালিয়ে যায়। এসময় কমিটি গঠনসহ গোপনীয় কাগপত্র পাওয়া যায়।
ওসি আরো জানান, এদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে নাশকতার অভিযোগে মামলা হবে।
(বিএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test