E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মংলার জয়মনি থেকে সুন্দরবনের দু’বনদস্যু আটক

২০১৪ আগস্ট ১৭ ১৫:৪০:০৪
মংলার জয়মনি থেকে সুন্দরবনের দু’বনদস্যু আটক

মংলা (বাগেরহাট) প্রতিনিধি : মংলার জয়মনি এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আউয়াল বাহিনীর দু’সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আউয়াল বাহিনীর সদস্য মালেক ও ওমর সুন্দরবন থেকে ফিরে জয়মনি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের রবিবার ভোরে ওই এলাকার অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশ বনদস্যু আউয়াল বাহিনীর প্রধান আউয়ালের বাড়িতে অভিযান চালিয়ে আউয়ালের পিতা মালেক ও সহযোগী ওমরকে আটক করে। দস্যু মালেক জয়মিন এলাকার সেকেন্দার ফকিরের ছেলে ও ওমর বৈদ্যমারী এলাকার আশ্রাফ আলীর ছেলে। আটক দস্যুদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় মংলা থানার সেকেন্ড অফিসার মনজুর এলাহী।
(এএইচএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test