E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রায়পুরে অস্বাভাবিক জোয়ারে দুর্ভোগে মানুষ

২০১৪ আগস্ট ১৭ ১৫:৫০:০৫
রায়পুরে অস্বাভাবিক জোয়ারে দুর্ভোগে মানুষ

লক্ষ্মীপুর প্রতিনিধি : অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের রায়পুরে গত ৫ দিনের ধরে বিরামহীন ভারি বর্ষণ নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বর্ষণে গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে রয়েছে ও অনেক কাঁচা-পাকা রাস্তা ধসে নদীতে বিলীন হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে অভ্যস্তরীণ যোগাযোগ বন্ধ রয়েছে এবং চরাঞ্চলের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

অবিরাম বৃষ্টি ও পানি বৃদ্ধির কারণে ছাত্র-ছাত্রীরা ঘর থেকে বের হতে না পারায় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে প্রধান শিক্ষিক মনঞ্জুরুল কাদের জানান। কর্মজীবীরা কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছে অনেকেই। পানির নিচে তলিয়ে রয়েছে কয়েক হাজার হেক্টর উঠতি আউশ ধান ক্ষেত ও আমন ধানের বীজতলা।
এলাকাবাসী জানান, পূর্ণিমার জো’র প্রভাবে গত বুধবার থেকে মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়তে থাকে। রোবিবার দুপুরে জোয়ার স্বাভাবিকের চেয়ে তিন থেকে সাড়ে তিন ফুট বাড়লে মেঘনা নদীর তীরবর্তী রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ ও ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এবং চরআবাবিল ইউনিয়নের চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) বেড়িবাঁধের বাহিরে চরকাছিয়া, চরঘাসিয়া, চরইন্দুরিয়া, চরলক্ষ্মী, কানিবগার চর ও চরআবাবিলসহ প্রায় ২০টি গ্রাম পানির নিচে তলিয়ে যায়। ওই অঞ্চলের বসবাসকারী কৃষক ও দিনমজুর পরিবারগুলো স্থানীয় আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে গাদাগাদি করে।
দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মোল্লা জানান, অস্বাভাবিক জোয়ারের পানিতে তার ইউনিয়নের মোল্লারহাট এলাকার ৫ হাজার দরিদ্র পরিবারের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাদের নিয়মিত কাঁচা বসত ঘর ও রাস্তাগুলো ভেঙ্গে গেছে। এছাড়াও ওইসব গ্রামের কয়েকশ’ হেক্টর উঠতি আমন ধান ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে বলে তিনি জানান। এছাড়াও মেঘনার ভাঙ্গান অস্বাভিকভাবে বেড়ে গেছে।
(এমআরএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test