E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কিশোরগঞ্জে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

২০১৪ আগস্ট ১৭ ১৬:২১:২০
কিশোরগঞ্জে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রবিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিলারা বেগম আছমা এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার সুব্রত পাল। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কালী বাড়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চক্রবর্র্র্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার প্রমুখ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি কালি বাড়ী মন্দিরের প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গৌরাঙ্গ বাজার হয়ে শ্যাম সুন্দর আখড়ায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ, শ্রী শ্রী লক্ষী নারায়ণ জিউর মন্দির, বত্রিশ, শ্রী শ্রী দেবালয় বংশী বদন মন্দির বসাক পাড়া, নগুয়া, শ্রী শ্রী মা সিদ্ধেশরী যুব সংঘ, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, জাফরাবাদ, শ্রী শ্রী গোপাল জিউর আখড়া, সাহা পাড়া, শ্রী শ্রী কালী মন্দির, লতিফপুর, বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী বংশীদাস বাবাজী মহারাজার আশ্রম, মজিদপুর পাকুন্দিয়া, অর্নিবার্ণ সংঘ, বত্রিশ (নতুন পল্লী), কিশোরগঞ্জ, ভক্ত মিশন, সতাল, কিশোরগঞ্জ, পূর্ব কাতিয়াচর সার্বজনীন দূর্গা মন্দির, বত্রিশ, মাইজখাপন ইউনিয়ন ভক্তবৃন্দ।
(পিকেএস/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test