E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে আট দিনেও নিখোঁজ স্কুলছাত্র আজিম

২০১৪ আগস্ট ১৭ ১৬:৫৩:২২
বাগেরহাটে আট দিনেও নিখোঁজ স্কুলছাত্র আজিম

বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্র আজিম হাওলাদার এক মাস আগে পাচারকারীদের কবল থেকে ফিলে এলেও এখন সে আবারও নিখোঁজ হয়েছে। আটদিন ধরে ওই স্কুলছাত্রকে তার পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছে না।

সদা হাস্যউজ্জ্বল মেধাবী ওই স্কুলছাত্রকে হারিয়ে তার পরিবার পাগল প্রায়। গত ১০ আগস্ট বেলা ১১টার দিকে শিশুটি বাড়ি থেকে বাগেরহাট বাস স্ট্যান্ডে খেলাধুলা করার কথা বলে বের হয়। এর পর সে আর বাড়িতে ফিরে আসেনি। এঘটনায় স্কুলছাত্র আজিমের নানী বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়রিভুক্তি করেছেন।
নিখোঁজ স্কুলছাত্র আজিম হাওলাদার (৯) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। সে বাগেরহাট শহরতলীর গোবরদিয়া এলাকায় তার মামা রাজমিস্ত্রী রফিকুল ইসলামের বাড়ি থাকতো। আজিম পাশ্ববর্তী সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
শিশুটির নানী ফাতেমা বেগম রবিবার বাগেরহাট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, পিতা না থাকার কারনে আজিম গত কয়েক বছর ধরে তাদের বাড়িতে থেকে পড়ালেখা করে। গত ১০ আগস্ট খেলাধুলার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। সব আতœীয়-স্বজনের বাড়িতে খুজাখুজি করেও তার সন্ধান মেলেনি।
ফাতেমা বেগম আরো জানান, গত এক মাস আগে নাতি পাচারকারীর কপ্পরে পড়ে ছিল। পাচারকারীরা তার নাতিসহ তিনটি শিশুকে বাগেরহাটের বাধাল বাজার এলাকা থেকে একটি বাসে তুলে বরিশালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এসময় সেখানে থাকা তাদের বাড়িরে পাশের দুই প্রতিবেশী তার নাতিকে দেখে চিনতে পায় এবং বাস থেকে তাদের নামিয়ে নিয়ে এসে বাড়িতে পৌছে দেয়। তবে পাচারকারী চক্র ওই সময় কৌশলে সরে পড়ে। তার নাতি পাচারকারী চক্রের খপ্পরে পড়তে পারে বলে ফাতেমা বেগম আশঙ্কা করছেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান জানান, শিশুটি নিখোঁজের ঘটনায় তার নানী থানায় একটি সাধারণ ডায়রী করেছে। পুলিশ শিশুটির সন্ধানের জন্য বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছে।
(একে/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test