E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নওগাঁয় দলীয় কর্মীর মারপিটে আ’লীগ নেতা নিহত, গ্রেফতার ১

২০১৪ আগস্ট ১৭ ১৭:০৮:১১
নওগাঁয় দলীয় কর্মীর মারপিটে আ’লীগ নেতা নিহত, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ও সুতি জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নিজ দলের কর্মীর মারপিটের ঘটনায় জমসেদ আলী (৪০) নামে একজন নিহত হয়েছে।

নিহত জমসেদ আলী উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনায় পুলিশ সোহেল রানা নামে এক শ্রমিকলীগ কর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার দুবাই স্লুইজ গেট নামক স্থানে সুতি জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে জগদাস গ্রামের কুসাই সাকিদারের ছেলে জমসেদের সঙ্গে শিবপুর গ্রামের মোমিনের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার বিকেলে জমসেদ আত্রাই সদরস্থ সাহেবগঞ্জ বাজারে পৌঁছামাত্র মোমিন ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমসেদকে এ্যালোপাথারি মারপিট শুরু করে। এক পর্যায় তার মৃত্যু নিশ্চিত মনে করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় জমসেদকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জমসেদের ভাই আলাল সাকিদার বাদী হয়ে ৭জনসহ অজ্ঞাতনামা আরো ৬/৭জনকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে শনিবার সন্ধ্যায় পুলিশ উপজেলার সাহেবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামী সোহেল রানা(২৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহেল একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
(বিএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test