E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কুশখালি সীমান্তে বিএসএফএর গুলিতে দুই গরু রাখাল আহত

২০১৪ আগস্ট ১৭ ১৭:৪৮:০৭
কুশখালি সীমান্তে বিএসএফএর গুলিতে দুই গরু রাখাল আহত

সাতক্ষীরা প্রতিনিধি : রবিবার ভোরে সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের  খলিসায়  দুই বাংলাদেশি গরু রাখালকে  গুলি করে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। 

সহযোগিদের সহায়তায় বাংলাদেশে ফিরে আসার পর তারা গ্রেফতার এড়াতে গোপনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ।
আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৮) ও একই উপজেলার কুশখালি গ্রামের সিদ্দিকুর রহমান (৩০) ।
কুশখালি ইউপি চেয়ারম্যান আবু রায়হান জানান, রবিবার ভোরে তারা কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার খলিসা সীমান্তে কয়েকটি গুলি শব্দ শুনতে পান । এ গুলিতে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় জিয়াউর রহমান ও ছিদ্দিকুর রহমান নামের দু’জন জখম হয়েছে বলে জানতে পারেন। সহযোগিরা আহতদের নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে গ্রেফতার এড়াতে তাদেরকে গোপন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে মর্মে তিনি জানতে পেরেছেন।
বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন অপারেশনাল অফিসার মেজর এটিএম আহসান হাবিব জানান গুলির ঘটনা ভারতের মধ্যে নাকি শুন্য লাইনে তা নিশ্চিত করা যায়নি । নিশ্চিত করা সম্ভব হয়নি আহতদের বর্তমান আবস্থান।
(আরকে/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test