E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নওগাঁয় নকল ওষুধ ও হেরোইনসহ আটক ৫

২০১৪ আগস্ট ১৭ ১৭:৫৫:৩২
নওগাঁয় নকল ওষুধ ও হেরোইনসহ আটক ৫

নওগাঁ প্রতিনিধি : রবিবার বিকেলে নওগাঁ শহরের ঢাকা বাসষ্টান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ কাটুনে ৩ হাজার বোতল নকল ওষুধসহ ৩ জন ও শালেবাজ গ্রাম থেকে হেরোইনসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

নকল ও ভেজাল ওষুধসহ আটককৃতরা হলো, বগুড়া জেলার গাবতলী উপজেলার মারিয়া গোয়ালবাড়ি গ্রামের ব্যবসায়ি সেলিম রেজা (২৮), ব্যবসায়ি আব্দুর রহিম সোহাগ(২৭) ও গাড়ীর চালক অনিল রায় (২৯)। হেরোইনসহ আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার সালেবাজ গ্রামের মিলন হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী টফি খাতুন (৪৫) ও তার ছেলে নিশান (২২)।
ইন্ট্রা ফুড ইন্ড্যাষ্ট্রিজ লিমিটেডের নওগাঁ প্রতিনিধি আলমগীর হোসেন জানান, তাদের কোস্পানির জিনসিন প্লাস নামে একটি ওষুধ (পণ্য) হুবহুব নকল করে একই মোড়কে নওগাঁর বাজারে কম দামে বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি নজরে এলে পুলিশের সহযোগিতা নেয়া হয়।
(এমকেআর/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test