E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

২০১৪ আগস্ট ১৭ ১৮:৪৪:২৩
সাতক্ষীরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি : এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধখ্রীষ্টানসহ সকল সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। বাংলাদেশের এ সংস্কৃতি ও পরম্পরাকে নষ্ট করার জন্য একটি মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের সে অপচেষ্টা ব্যর্থ করতে হবে। দেশের জনগনের সুখ ও সমৃদ্ধি কামনায় শ্রীকৃষ্ণের বাণী সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

রবিবার দুপুর ১২টায় সাতক্ষীরা মায়েরবাড়ি কেন্দ্রীয় নাটমন্দির প্রাঙ্গনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মনোরঞ্জন মুখার্জীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর। অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী গোকুল কৃষ্ণ ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাবেক সাধারন সম্পাদক গোষ্ট বিহারী মণ্ডল, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক নয়ন কুমার সানা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অ্যাড. অনিত কুমার মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক মঙ্গল কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা গোলাম রহমান, হিন্দু কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক শামীম আহম্মদ প্রমুখ।
আলেচনাসভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক স্বপন কুমার শীল।
এ ছাড়া শহরের নারকেলতলা মন্দিরে রবিবার সকাল ১০টায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা, আলোচনা সভা ও পদাবলী কীর্তণের আয়োজন করা হয়।
(আরকে/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test