E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পকেট কমিটির দিন শেষ : এমপি কেরামত আলী  

২০২০ নভেম্বর ২২ ১৫:১৯:৪৭
পকেট কমিটির দিন শেষ : এমপি কেরামত আলী  

রাজবাড়ী প্রতিনিধি : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, বর্তমান পকেট কমিটির দিন শেষ, নিজের স্বজন প্রীতি করে কমিটি করার দিন শেষ। জননেত্রী প্রধানমন্ত্রী রাজবাড়ীর প্রতি নজর রাখছেন।

কেরামত আলী বলেন, মুক্তিযোদ্ধা নাদের মুন্সী ছিলেন এদেশের কৃষিজীবি মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি কৃষকদের স্বার্থের জন্য জীবন বাজী রেখে কাজ করতেন। তার সততা ও সাহসীকতা অতুলনীয়। তবে তাকে প্রকাশ্য সকাল ৯টার সময় গুলি করে হত্যা করা হবে তা কেউ ভাবেনি। আমি তার হত্যার বিচার চাই।

রাজবাড়ী জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি নাদের হোসেনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুন্সি নাদের হোসেনের পরিবারবর্গের আয়োজনে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাঁচারীপাড়া গ্রামের বাড়ীতে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

হাবাসপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বান বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সাবেক এমপি আব্দুল মতিন, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এ্যাডঃ ফরহাদ হোসেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মাদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, অধ্যাপক নজরুল ইসলাম জাহাঙ্গীর, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী সাইফুল ইসলাম, পাংশা রাজবাড়ি সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ড (জীবন)পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক ফজলুল হক (ফরহাদ), জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কার খান, সদর উপজেলার যুগ্ন-আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল প্রমুখ।

সঞ্চলনায় ছিলেন, মুন্সি নাদের হোসেনের ছেলে মোস্তফা মাহমুদ হেনা মুন্সি। বক্তরা, দ্রুত সময়ের মধ্যে মুন্সি নাদের হোসেন হত্যার বিচার এবং জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

(একেএ/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test