E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য রামিমকে সংবর্ধনা 

২০২০ নভেম্বর ২২ ২৩:৩৯:৫২
রাজবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য রামিমকে সংবর্ধনা 

রাজবাড়ী প্রতিনিধি : গত ১৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে নির্বাহী সদস্য পদে স্থান পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগরের বাসিন্দা, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সম্পাদক ও ঢাকা জজ কোর্টের আইনজীবি ইয়াসির আরাফাত রামিম। তিনি রবিবার দুপুরে ঢাকা থেকে রাজবাড়ীতে আসেন। তাকে জেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আবুল হোসেন সিকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরিফ, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরু, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। সে সময় ইয়াসির আরাফাত রামিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পরে রামিম যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এর আগে একাধিক প্রাইভেটকার ও অর্ধ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা দৌলতদিয়া ঘাট থেকে শোভাযাত্রা করে তাকে রাজবাড়ীতে আনে।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test