E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আগৈলঝাড়ায় আ. লীগের বিক্ষোভ 

২০২০ ডিসেম্বর ০৬ ১৫:৪৪:২৪
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আগৈলঝাড়ায় আ. লীগের বিক্ষোভ 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে ধর্মীয় উগ্র মৌলবাদ রুখে মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ, জনকল্যান রাষ্ট্র বাস্তবায়নের অঙ্গিকার পুণঃব্যক্ত করে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতা কর্মীর সমন্বয়ে বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণঃরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

প্রতিবাদ মিছিল ও সভায় উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ড সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test