E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিক্ষার্থিদের আয়োজনে ঈশ্বরদীতে পিঠা উৎসব

২০২০ ডিসেম্বর ০৬ ১৭:৫৪:১৩
শিক্ষার্থিদের আয়োজনে ঈশ্বরদীতে পিঠা উৎসব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় নিয়ে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের হলরূেেম দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। ভেনাস টিচিং সেন্টারের পরিচালনায় এই পিঠা উৎসবে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ১২ রকমের পিঠা উপস্থাপন করে।  

ঈশ্বরদী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি সম্পাদক ও সতীর্থ থিয়েটারের সভাপতি আতাউর রহমান বাবলু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন। সঞ্চালনা করেন ভেনাস টিচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী ও শিক্ষক মশিউর রহমান।

এসময় আলোকিত বাংলাদেশ ঈশ্বরদী প্রতিনিধি আলমাস আলী, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, দৈনিক ভোরের চেতনা ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, সাপ্তাহিক সময়ের ইতিহাস স্টাফ রিপোর্টার ফারাবি বিন সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।।

শতাধিক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিজেদের হাতে বানানো পিঠা সাজিয়ে উৎসবে অংশগ্রহণ করে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test