E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গ্রামীণ উৎসব ও পুরস্কার বিতরণী

২০২০ ডিসেম্বর ২৩ ২৩:১৬:৪৬
মাগুরায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গ্রামীণ উৎসব ও পুরস্কার বিতরণী

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় শ্রীপুর উপজেলায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা,গ্রামীণ উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এ উৎসবে উপজেলার ৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী ১০ টি ইভেন্টে অংশ নেয় । অংশ নেওয়া ইভেন্ট গুলোর মধ্যে রয়েছে ১০০মিটার দৌড়, ২০০মিটার দৌড়, দীর্ঘ লাফ,গোলক নিক্ষেপ,বস্তা দৌড় ও দড়ি লাফ । সামাজিক দূরত্ব রজায় রেখে এ গ্রামীণ উৎসবে নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিক্ষার্থী খেলায় অংশ নেয় । খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র হাতে তুলে দেন শ্রীপুর উপজেলা সহকারি ভূমি কমিশনার তাসিনা মমতাজ । এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test