E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজার বদরুন্নেসা হাসপাতাল 

চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের দাবি ষড়যন্ত্র! 

২০২০ ডিসেম্বর ২৮ ১৮:৩১:১৯
চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের দাবি ষড়যন্ত্র! 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বদরুন্নেসা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয়তলার ১০৭নং কেবিনে ভর্তি এক প্রসূতী মায়ের নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেন স্বামী শাহেদ খান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, এই তথ্য সঠিক নয়। তাদের দাবী মৌলভীবাজারের প্রথম প্রাইভেট হাসপাতাল হওয়ায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ধারাবাহিক ষড়যন্ত্রে মেতে উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর গ্রামের শাহেদ খান এর স্ত্রী লাকী খানম (৩৫) হাসপাতালের ১০৭নং কেবিনে ভর্তি হন। ভর্তির পর হাসপাতালের চিকিৎসক নরমাল ডেলিভারির জন্য লেবার রুমে নিয়ে গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করেন,এরই মধ্যে ওই রুম থেকে একজন বের হয়ে তুয়ালে নিয়ে আসার জন্য বলেন। স্বামী শাহেদ খান কথা মতো তোয়ালে নিয়ে আসার পর বলা হয় আপনার স্ত্রীর অপারেশন করা লাগবে, আপনি ফিস জমা দিন। শাহেদ খান যথারীতি ফি জমা দেয়ার পর গাইনী চিকিৎসক ডাঃ জাকিয়া শহীদ খান এসেও নরমাল ডেলিভারিতে চেষ্টা করেন। এসময় প্রসূতীর স্বামী শাহেদ খানকে লেবার রুমে নিয়ে দেখানো হয় বাচ্চার অবস্থা ভাল নয় সিজার করা লাগবে।

এদিকে অপারেশন থিয়েটারে অপারেশন শেষ হওয়ার পর শাহেদ খান দেখেন হাসপাতালের আয়া শিশু বাচ্চাকে নিয়ে বের হচ্ছেন। শিশুর অবস্থা ভাল না থাকায় শিশু ডাক্তারকে নিয়ে আসা হয়। পরবর্তীতে তিনি পরীক্ষা করে শিশুকে অক্সিজেন ও চিকিৎসা দিয়ে চলে যান। তখন শাহেদ শিশু মৃত বলে অক্সিজেন খুলে ফেলেন এবং অভিযোগ করেন চিকিৎসা অবহেলার। অপর দিকে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালে বেশ কিছু সময় রোগীর স্বজনরা উত্তেজনা সৃষ্টি করলে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শাহেদ খান অভিযোগ করে বলেন, হাসপাতালে চিকিৎসা অবহেলায় তার নবজাতক শিশুর মৃত্যু হয়েছে,এঘটনার সঠিক তদন্তপূর্বক ব্যবস্থার দাবী জানিয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যে দাফন-কাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সুষ্টু বিচার চেয়ে পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালের স্বত্তাধিকারী বদরুন্নেছা খানম বলেন, রোগীর স্বজনরা প্রথমে নরমেল ডেলিভারী ইচ্ছের কথা জানিয়ে স্বাক্ষর করেছেন,যখন নরমেল ডেলিভারী সম্ভব হচ্ছেনা তখন তারা আবার বলছেন সিজার করার কথা। এসময় সিজার করতে গিয়ে যদি কোন সমস্যা তৈরি হয় এমন প্রশ্নে রোগীর স্বামী শাহেদ খান সিজারে তার কোন আপত্তি থাকবেনা বলে জানালে সিজার করা হয় এবং পরবর্তীতে সিজার করতে গিয়ে মৃত বাচ্চা বের হয় বলে দাবী করেন বদরুন্নেছা খানম। তিনি বলেন, মূলত বাচ্চার হার্টবিট বেড়ে যাওয়ার কারনে মৃত বাচ্চা বের হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: তাউহীদ আহমেদ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি,শিশু বিশেষজ্ঞসহ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে সুষ্টু তদন্তের মাধ্যমে তারা যে রিপোর্ট দিবেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/ডিসেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test