E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন

২০২০ ডিসেম্বর ২৯ ২৩:৫৬:৫৫
মাগুরায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনের জন্য  ৩ দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন হয়েছে । 

মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ কক্ষে ৩ দিন ব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম । অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান,উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্ত প্রমুখ ।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ঢাকার আয়োজনে সদর উপজেলা প্রশাসন মাগুরার বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ কোর্সে সদর উপজেলা ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সচিব ও ১৫০ জন ইউপি সদস্য অংশ নেয় ।

আয়োজকরা জানান, ৩ দিন ব্যাপী এ কোর্সে বাংলাদেশের স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ,ইউনিয়ন পরিষদের বাজেট,পরিষদের চেয়ারম্যান,সদস্য,সচিব ও গ্রাম পুলিশের দায়িত্ব কর্তব্য ,সামাজিক নিরাপত্তা,গ্রাম আদালত পরিচালনা, শুদ্ধাচার কৌশল এবং পারস্পরিক শিখন কর্মসূচী নিয়ে অবহিত করা হবে ।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test