E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রাজধানীতে স্কুল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

২০২১ জানুয়ারি ০৯ ১৭:২৮:০৯
রাজধানীতে স্কুল শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : রাজধানীসহ সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ধর্ষণ এবং কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও-লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। 

শনিবার ( ৯ জানুয়ারি) দূপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সারা দেশে অব্যাহত নারী নির্যাতন ধর্ষণ এবং কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার সুষ্টু ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর এর সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক এডভোকেট মইনুর রহমান মগনু,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা বিশ্বজিত নন্দী,স্কুল বিষয়ক সম্পাদক অনন্ত দাস অর্নব.সংহতি বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আয়শা আক্তার নওমী প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে জোড়ালো আন্দোলন গড়ে তুলে নারী নির্যাতন ও ধর্ষণ রূখে দাড়ানোর আহবান জানান।

(একে/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test