E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মাগুরায় করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

২০২১ ফেব্রুয়ারি ০৭ ১৪:৫৫:২৯
মাগুরায় করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : সারাদেশের সাথে মাগুরায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে । মাগুরায় প্রথম টিকা নিলেন ২৫০শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু । 

মাগুরা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রবিবার সকাল ১১ টায় মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালের ২য় তলায় এ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।

এ সময় মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম,সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ দীন উল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন ।

সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালের ২য় তলায় এ টিকাদান কার্যক্রমের আজ শুভ উদ্বোধন হলো । মোট ৮ টি বুথে এ টিকাদান কার্যক্রম চলবে । প্রতিটি বুথে টিকা প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন সিনিয়র স্টাফ নার্স ও ৪ জন স্বেচ্ছাসেবী রেডক্রিসেন্ট কর্মী কাজ করবে। প্রথম ধাপে যাদের বয়স ৫৫ বছরের উপরে শুধু তাদেরই আমরা টিকা দিচ্ছি । টিকা দেওয়ার পর তাদের নিবিড় পর্যাবেক্ষণ করা হবে । প্রথমদিনে ১৫০জনকে টিকা দেওয়া হবে । পরবতীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী মাগুরায় ২৪ হাজার করোনা ভ্যাকসিন এসে পৌছায় । ভ্যাসসিনগুলো নিদিষ্ট তাপমাত্রায় রেখে জেলা সদরের পাশপাশি শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলায় পাঠানো হয়েছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test