E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে সন্ত্রাসীদের হামলা

২০২১ ফেব্রুয়ারি ১৭ ১১:৩০:৩৬
সরিষাবাড়ীতে পূজা মণ্ডপে সন্ত্রাসীদের হামলা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে সরস্বতী পূজা উদযাপনের সময় মণ্ডপে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পূজা উদযাপন কমিটির সভাপতিসহ ২০ জন সনাতন ধর্মাবলম্বী মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সরিষাবাড়ী থানার অদূরে ইস্পাহানি আবাসিক এলাকায় পূজা মণ্ডপে এই হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা পূজা বেদি তছনছ করে। তবে প্রতিমা ভাংচুর করা হয়নি।

এ ঘটনায় রাতেই স্থানীয় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা থানা রোড ও বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে থানাপুলিশের বিচারের আশ্বাসে তারা বাড়ি ফিরে যান।

স্থানীয় বাসিন্দা শুভ চন্দ্র গৌড় জানান, সরস্বতী পূজার সময় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। তারা আমাকেসহ পূজায় আসা মেয়েদের গায়ে হাত দেয়।'

ইস্পাহানি আবাসিক পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ বলেন, মঙ্গলবার ইস্পাহানি আবাসিক এলাকায় সরস্বতী পূজার আয়োজন করা হয়। রাত ১০টার দিকে পূজামণ্ডপে ভক্তদের পূজা-অর্চনার সময় বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ফারুক ড্রাইভার ও নান্টু ড্রাইভারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোঠা নিয়ে মণ্ডপে হামলা চালায়। তারা অতর্কিতভাবে নারী-পুরুষদের মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়। পরে তারা পূজা বন্ধের হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরো জানান, সন্ত্রাসী হামলায় তিনি এবং শুভ চন্দ্র গৌড়, বিজয় চন্দ্র গৌড়, কৃষ্ণ বর্মন, লাভলী চন্দ্র গৌড়, মায়া রানী গৌড়, অঞ্জনা চৌহান, গীতা, শান্তি, রঞ্জন, রঞ্জু, বেজাসহ অন্তত ২০জন সনাতন ধর্মাবলম্বী আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম জানান, পূজামণ্ডপে হামলা ও মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test