E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

২০২১ ফেব্রুয়ারি ২১ ১৫:৫৯:২৬
দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে রবিবার দিনব্যাপী বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি এবং উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর  রহমান বিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৌলতদিয়া যৌন পল্লীর পিছিয়ে পড়া বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এমএম মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জ্জামান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্-আল-তায়াবীর।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আনহারুর রহমান (গাইনী এন্ড অবস), নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ জেবুন নেছা খুশি প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, যৌনজীবিদের নিয়ে কাজ করা স্হানীয় সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ইনচার্জ জুলফিকার আলী, পায়াকট বাংলাদেশ দৌলতদিয়ার ব্যাবস্হাপক মজিবর রহমান জুয়েল, দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল ফকির প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ডিআইজি হাবিবুর রহমান স্যার সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন। তিনি যৌনপল্লীর সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্যও নানা ধরনের সেবামূলক কাজ করে চলেছেন।মেডিকেল ক্যাম্প তেমনই একটা উদ্যোগ।

তিনি বলেন, আপনারা জানেন এ এলাকায় ডিআইজি স্যার ইতিমধ্যে একটি জায়গা ক্রয় করেছেন। সেখানে যৌন পল্লীর শিশু ও পল্লীর অসহায় নারীদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলা হবে।

তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test