E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে পৌর নির্বাচনে হুমকি ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ বিএনপির

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৭:১১:০৬
জামালপুরে পৌর নির্বাচনে হুমকি ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ বিএনপির

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি ও প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলররা। প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা কঠিনতর এবং তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপরে শহরের সর্দারপাড়ায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মেয়র প্রার্থী বলেন, ২৮ ফেব্রুয়ারি জামালপুর পৌরসভা নির্বাচনে আমরা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অংশ নিয়েছি। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পর থেকেই বিএনপির কর্মী-সমর্থক ও কাউন্সিলরসহ আমাকে বিভিন্ন হুমকি-ধামকি ও অস্ত্র প্রদর্শন করে নির্বাচনের কার্যক্রম থেকে সরে যাবার জন্য চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর কর্মী-সমর্থকরা। এছাড়া নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই ছানোয়ার হোসেন ছানু গণসংযোগ ও মিছিল করেছেন। পৌর এলাকার বিভিন্ন জায়গায় সরকারি জায়গা এবং চলাচলের রাস্তার উপর প্রচার ক্যাম্প নির্মাণসহ মাত্রাতিরিক্ত ক্যাম্প স্থাপন করলেও যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেও কোনো কার্যকরী ফল পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ৫ ফেব্রুয়ারি নৌকার প্রার্থীর ছোট ভাই মাসুম শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিসহ আমার লিফলেটে অগ্নিসংযোগ করেছেন। ৯ ফেব্রুয়ারি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফজলুল হক আকন্দ মোবাইল ফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেন। পরদিন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীনের হাটচন্দ্রার বাসায় এবং ৬ নং ওয়ার্ডের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র এলাকায় আমার সমর্থকরা উঠানবৈঠকের সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান নির্বাচনী কর্মকাণ্ড না করার জন্য হুমকি দেন।

২ নং ওয়ার্ডের কম্পপুর এলাকায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. শহিদুর রহমান শহিদকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম মামীম, আব্দুল আজিজ ও রিপন হুমকি ও ভয়ভীতি দেখান। ১১ ফেব্রুয়ারি শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকার শামসুল হকের ছেলে হান্নান আমার গাড়ির গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পিস্তল প্রদর্শন করে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মেরে ফেলার হুমকি দেন।

এসব ঘটনায় রিটার্নিং অফিসারকে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও তিনি কোনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সজীব খানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু বলেন, বিএনপির দলীয় মেয়র প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। আওয়ামী লীগের কোনো কর্মী-সমর্থক নয়, তার নিজ দল বিএনপির নেতাকর্মীরাই তাকে পৌরসভার বিভিন্নস্থানে ধাওয়া করেছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে। শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ করেছে। পরাজয় নিশ্চিত জেনে আবুলতাবুল বকছেন বিএনপির এই প্রার্থী।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test