E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নতুন প্রাণের স্পন্দনে জাতির পিতার জন্মদিন পালন

২০২১ মার্চ ১৮ ১৮:১৭:৩১
নতুন প্রাণের স্পন্দনে জাতির পিতার জন্মদিন পালন

দিলীপ চন্দ, ফরিদপুর : তুমি আমার মুক্তির ঝলকালী/ এক টুকরো পূণ বাংলাদেশ......... সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন হয়েছে। 

জেলা প্রশাসকের কার্যালয় মুজিব শতবর্ষমঞ্চে নতুর প্রাণের স্পন্দনে বঙ্গবন্ধুকে তুলে ধরা হয় অন্য রকম অনুভবে। দিনটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু কিশোর সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১০১ পাউন্ড কেক কাটা হয়।

শিশু কিশোর সমাবেশ, আলোচনা সভায় ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কমকারের কন্যা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী সুদীপ্তা কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী প্রমূখ। এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়।

শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুেেক স্মরণ করার মত এই ধরণের আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

(ডিসি/এসপি/মার্চ ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test