E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে দুই ঘন্টার ব্যবধানে দুই বৃদ্ধের মৃত্যু

২০২১ মার্চ ২০ ১৮:২৭:২৫
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে দুই ঘন্টার ব্যবধানে দুই বৃদ্ধের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘন্টার ব্যবধানে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৫৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

শনিবার ভোর রাত সাড়ে ১২ টা থেকে আড়াইটার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, কলারোয়া উপজেলার হামিদপুর মীর্জাপুর গ্রামের শেখ ইউসুফ আলীর ছেলে শেখ নজরুল ইসলাম (৬৫) ও কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে শফিউল্লাহ (৭০)।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ ও স্ট্রোক জনিত রোগ নিয়ে গত ১৩ মার্চ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। এদিকে, একই উপসর্গসহ কিডনি ও ডায়াবেটিস রোগ নিয়ে গত ১০ মার্চ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন শফিউল্লাহ।

তিনিও শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test