E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় সালথায় প্রশাসনের আনন্দ র‌্যালি

২০২১ মার্চ ২৭ ১৬:১৬:৪৩
উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় সালথায় প্রশাসনের আনন্দ র‌্যালি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় ফরিদপুরের সালথায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মো: শফি উদ্দীন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা আবুল হাসান বাবুল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

(এন/এসপি/মার্চ ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test