E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক রোজীনার নিঃশর্ত মুক্তির দাবিতে সান্তাহারে মানববন্ধন

২০২১ মে ১৯ ১৫:৪১:১৩
সাংবাদিক রোজীনার নিঃশর্ত মুক্তির দাবিতে সান্তাহারে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজীনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারী শাস্তির দাবীতে বগুড়ার সান্তাহারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার রেলগেট এলাকায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,

প্রথম আলোর আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম, প্রথম আলোর বন্ধুসভার সান্তাহার শাখার সভাপতি রবিউল ইসলাম রবিন, ইনকিলাবের প্রতিনিধি মনছুর আলী, ভোরের কাগজের প্রতিনিধি মনজুরুল ইসলাম, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মাহমুদ হোসেন ভোলা, পৌরসভা সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক টিকন। এ সময় জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক ও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রথম আলোর প্রতিনিধি খায়রুল ইসলাম বলেন, জ্যোষ্ঠ সাংবাদিক রোজীনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিবের নেতৃত্বে কথিপয় সন্ত্রাসীরা তার উপর হামলা করে অসুস্থ করেছেন এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এই মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার এই ভাবে সাংবাদিকদের উপর নির্জাতন করে এর আগেও কোন সরকার টিতে থাকতে পারেনি। সরকার যদি সাংবাদিকদের উপর নির্যাতন অব্যহত রাখে তাহলে সাংবাদিকরা দলবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলবে জনগনকে নিয়ে।

(এস/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test