E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বগুড়ায় ছাত্র শিবিরের মানববন্ধন থেকে আটক ৫

২০২১ মে ২৮ ১৬:৪৮:১০
বগুড়ায় ছাত্র শিবিরের মানববন্ধন থেকে আটক ৫

বগুড়া প্রতিনিধি : সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখা আয়োজিত মানববন্ধন থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শুক্রবার (২৮ মে) সকালে ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখার আয়োজনে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে শিবিরে পাঁচজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, বগুড়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্নার (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তানসিন আল রাফি(২০), সরকারি শাহ্ সুলতান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)।

ছাত্র শিবিরের সূত্র জানায়, পুলিশের ভয়ে তারা শহরের সাতমাথায় কর্মসূচি পালন না করে সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে। তাদের মানববন্ধন কর্মসূচির শেষে পুলিশ সেখানে পৌঁছে এবং ছাত্র শিবিরের পাঁচজন নেতা কর্মীকে আটক করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ছাত্র শিবিরের ছেলেরা জমায়েত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখান যায়। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে থানায় আনা হয়েছে।

(আর/এসপি/মে ২৮, ২০২১)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test