E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বালিয়াকান্দিতে ৩ মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

২০২১ জুন ০১ ১৮:৫৮:৩৯
বালিয়াকান্দিতে ৩ মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাঁজাসেবনরত অবস্থায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জনকে জেল-জরিমানা করেছে। মঙ্গলবার বিকাল আড়াই টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। গাঁজাসেবনরত অবস্থায় উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কামাল মন্ডলের ছেলে ও ৫টি মাদক মামলার আসামী আঃ রউফ মন্ডল (৫০), বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আইন শেখের ছেলে হাবিবুল শেখ (২৬) ও রায়পুর গ্রামের মুকুল শেখের ছেলে টুকু শেখ (২০) কে ৭পুড়িয়া গাঁজাসহ আটক করে আমাকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রমান পাওয়ায় ও অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও রউফ মন্ডলকে ২ হাজার টাকা, হাবিবুল শেখ ও টুকু শেখকে ৫শত টাকা করে জরিমানা করা হয়।

অভিযানকালে অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, এস,আই আলমগীর হোসেন, এস,আই মাজাহারসহ থানা পুলিশের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জুন ০১, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test