E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরের গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি

২০২১ জুন ২৭ ১৬:৪২:১২
শ্যামনগরের গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  রোববার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় উপকূলবাসী গাবুরা ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খায়রুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক, প্রমুখ।

গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাবে উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনিসহ বিস্তীর্ণ অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে লাখো মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শুধু খালি বস্তা দিয়েই তাদের দায়িত্ব পালন করে সাধারণ মানুষকে দিয়ে সংস্কার করে নেওয়া বেড়িবাঁধ থেকে মোটা অংকের টাকা লুটপাট করে থাকে। গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।

তারা বলেন, দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পর পর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এলাকার জনসাধারণ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক তরুণ-তরুণী অংশ নেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেখ আবু হাসান।

(আরকে/এসপি/জুন ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test