E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাথরঘাটায় হিন্দু পরিবারের জমি জবর দখলের অভিযোগ

২০২১ জুন ২৮ ১৬:১৭:৫৮
পাথরঘাটায় হিন্দু পরিবারের জমি জবর দখলের অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় হিন্দু পরিবারের জমি জবর দখলের অভিযোগে সোমবার ২৮ জুন বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই পরিবারটি।

পাথরঘাটা পৌরসভার ১ নং ওয়ার্ড পুরান খাদ্যগুদাম সংলগ্ন মৃত ধীরেন দাসের ছেলে সুজন দাস এই সাংবাদিক সম্মেলন করে।

সাংবাদিক সম্মেলনে সুজন লিখিত বক্তব্য পাঠ করে জানায়, প্রতিবেশী মৃত আহমেদ সরদারের ছেলে মন্নান সরদার ও তার লোকজন ২৭ জুন রবিবার সকাল ৯টার দিকে তাদের ঘর ভেঙে দেয় এবং বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ গাছ কেটে সন্ত্রাসী স্টাইলে জমি বেড়া দিয়ে জবর দখল করে । সুজনদের কয়েক লক্ষ টাকার ক্ষতি কথাও উল্লেখ করে ওই সাংবাদিক সম্মেলনে।

সুজন ও তার মা পুতুল রানী সাংবাদিকদের জানান, শুধুমাত্র হিন্দু সংখ্যালঘু পরিবারের সদস্য বিধায় ঘটনাস্থলে তারা বাধা দিতে যাননি। তাদের জমি দখল না করার জন্য দূর থেকে অনুরোধ করলে তাদেরকে খুন করবে বলেও ঘটনার সময় হুমকি দেয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান

। এসময় পাথরঘাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত হলে দখলদারেরা জমি থেকে সরে যায়। পুলিশ চলে যাওয়ার পরে পুনরায় তারা দখল নেয় বলেও সংবাদ সম্মেলনে জানায়। সুজনের মা পুতুল রানী বলেন কোন কাগজপত্র না থাকার পরেও সম্পূর্ণ গায়ের জোরে তাদের জমি দখল করে নিয়ে গেছে । ওই হিন্দু পরিবারটি এই ঘটনার বিচার চান এবং তাদের জমি ফেরত চান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক যুগ্মসাধারণ সম্পাদক আমিন সোহেল প্রেস ক্লাব সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম অর্থবিষয়ক সম্পাদক অমল তালুকদার সহ অন্যান্য সাংবাদিকগণ।

(এটি/এসপি/জুন ২৮, ২০২১)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test