E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

করোনায় মৃত হিন্দু ব্যক্তির সৎকার করল ইসলামিক ফাউন্ডেশন

২০২১ জুলাই ২৯ ১৬:৪৮:০৮
করোনায় মৃত হিন্দু ব্যক্তির সৎকার করল ইসলামিক ফাউন্ডেশন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে নিতাই সাহা (৭০) মৃত্যুবরণ করেন। তার ছেলে বাবাকে গ্রামে নিয়ে গেলে সৎকারের জন্য স্বজনেরা কেউ এগিয়ে আসেননি। গত ১৭ জুলাই শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামের মৃত জগবন্ধু সাহার ছেলে নিতাই সাহা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১২ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

নিতাই সাহার ছেলে রাজু আক্ষেপ করে বলেন, তার বাবার মৃত্যুর খবর শুনে আপন আত্মীয়রা সবাই দূরে চলে যায়। কেউ লাশটি পর্যন্ত নিতে আসেনি। এ অবস্থায় বিপদে পরে রাজু। তিনি মোবাইলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলকে জানান।

পরে চেয়ারম্যান বিপুল ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খানের মাধ্যমে লাশ দাফন কমিটির সদস্যদের শৈলকূপার ফুলহরি গ্রামের শশ্মানে নিয়ে যান। সেখান ইসলামিক ফাউণ্ডেশনের সদস্যরা নিতাই সাহাকে ফুলহরি গ্রামের শশ্মানে সৎকার করেন। উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ১৫৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করেছে।

(একে/এসপি/জুলাই ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test