E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০১৪ সেপ্টেম্বর ০৮ ১৭:১৯:৩৩
শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার শেরপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই উন্নয়নের মূলকথা সাক্ষরতা আর দক্ষতা’ প্রতিপাদ্য নিয়ে কালেক্টরেট চত্বরে র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। এসময় পুলিশ সুপার মেহেদুল করিম, এডিসি মো. হায়দর আলীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে ঝিনাইগাতী উপজেলায় কারিতাস আলোঘর প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন, জাহানারা বেগম, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম ও কারিতাসের এরিয়া কো-অর্ডিনেটর উজ্জল কুমার চক্রবর্তী।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test