E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন কর্তনের মামলায় নাম নেই শেখ সুমনের

২০২১ আগস্ট ২২ ১৮:৪৪:৪১
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন কর্তনের মামলায় নাম নেই শেখ সুমনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারী শেখ সুমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনায় ২১ আগস্ট মাসুদ বাদী হয়ে মামলা দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারণে এ মামলায় নাম নেই শেখ সুমনের। যার ফলে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। গত ১৫ আগস্ট মিরকুন্ডি এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।

এদিকে, শনিবার ভোরে বন্দর উপজেলার বিবিজোড়া এলাকায় অভিযান চালিয়ে দিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত দিপু বিবিজোড়া এলাকার মিছির আলী মিয়ার ছেলে।

অপর দিকে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন শেখ সুমন নির্দেশে কর্তনের করা হয়েছে বলে শিকার করেন দিপু। কিন্তু রহস্যজনক কারণে মামলা থেকে বাদ পড়ে সুমন।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন টানায়। এর পাশাপাশি মিরকুন্ডি বিবিজোড়াস্থ বারেক মিয়ার বাড়ি সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার টানায় স্থানীয় যুবকরা। এর ধারাবাহিকতায় গত ১৫ আগষ্ট রাতে বিবিজোড়া এলাকার মিছির আলী মিয়ার ছেলে দিপু ও একই এলাকার আফতাব উদ্দিন মিয়ার ছেলে আবু সিদ্দিক শেখ সুমনের নির্দেশে শেখ হাসিনা ছবি সম্বলিত ব্যানারটি ছিড়ে ফেলে।

(ও/এসপি/আগস্ট ২২, ২০২১)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test