E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বজ্রপাতে পাট গুদামে আগুন, ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ী

২০২১ আগস্ট ২৬ ১৫:০২:৪৩
বজ্রপাতে পাট গুদামে আগুন, ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ী

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে পাটগুদামে আগুন লেগে সাত ব্যবসায়ীর কমপক্ষে ১০ লাখ টাকার পাট পুড়ে গেছে। সেই সঙ্গে পুড়ে গেছে গুদাম ঘরটিও।

বুধবার (২৫ আগস্ট) রাতে প্রবল বৃষ্টিপাতের সময় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজ সংলগ্ন পাটগুদামে এ বজ্রপাত হয়।

স্থানীয়রা জানায়, ওইদিন রাত ১০ টার দিকে ভারি বৃষ্টি শুরু হলে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে বয়ড়া ব্রিজ সংলগ্ন পাটের গুদামঘরে বজ্রপাত হলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে ঘরের সমস্ত পাটসহ গুদামঘরটি পুড়ে ছাই হয়।

খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির হাত থেকে পাটগুলো রক্ষা করা যায়নি।

পাট ব্যবসায়ী আক্তারুজ্জামান, উজ্জ্বল মিয়া, একাব্বর হোসেন, আফজাল হোসেন, শাহীন হোসেন, ফরহাদ ফকির ও ইসরাইল জানান, গুদামঘরে প্রায় ৭ শতাধিক মণ পাট ছিল। যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশিরভাগ পাটই।

সরিষাবাড়ী ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মধ্যরাত পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। যে পরিমাণ পাট পুড়ে গেছে তাতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

(আরআর/এসপি/আগস্ট ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test