E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

লালপুরের ১০ ইউনিয়নে আ. লীগে বিদ্রোহী প্রার্থীদের অধিকাংশ এমপি সমর্থক

২০২১ নভেম্বর ০৩ ১৫:১৮:১৭
লালপুরের ১০ ইউনিয়নে আ. লীগে বিদ্রোহী প্রার্থীদের অধিকাংশ এমপি সমর্থক

লালপুর (নাটোর) প্রতিনিধি : নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলবার (২ নভেম্বর) শেষ দিন পর্যনন্ত চেয়ারম্যান পদে মোট ৫০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ১০ জন, আওয়ামীলীগ বিদ্রোহী ২৩ জন, স্বতন্ত্র প্রার্থী ১৫জন এবং বাংলাদেশ ইসলামি আন্দোলন সমর্থিত প্রার্থী ২ জন।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী রয়েছেন প্রতিটি ইউনিয়নেই। বিদ্রোহী প্রার্থীদের অধিকাংশই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি সমর্থিতরা।এছাড়া লালপুর উপজেলা আওয়ামীলীগ সমর্থিত কয়েকজনও রয়েছেন। বিএনপি দলীয়ভাবে প্রার্থীতা ঘোষনা না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা রয়েছে প্রতিটি ইউনিয়নেই।

আওয়ামীলীগ দলীয় মনোনীত আওয়ামীলীগ মনোনীত নৌকার ১০ জন প্রার্থী লালপুর ইউপিতে আবু বক্কর সিদ্দিকী পলাশ, ঈশ্বরদী ইউপিতে আমিনুল ইসলাম জয়, চংধুপইল ইউপিতে রেজাউল করিম, আড়বাব ইউপিতে এমদাদুল হক, বিলমাড়ীয়া ইউপিতে পারভিন আকতার বানু, দুয়ারিয়া ইউপিতে নূরুল ইসলাম লাভলু, ওয়ালিয়া ইউপিতে আনিসুর রহমান, দুড়দুড়িয়া ইউপিতে আব্দুল হান্নান, অর্জনপুর-বরমহাটি ইউপিতে আব্দুস সাত্তার, কদিমচিলান ইউপিতে সেলিম রেজা।

আওযামীলীগ বিদ্রোহী প্রার্থীদের মধ্যে রয়েছেন লালপুর ইউপিতে মনোয়ার হোসেন নান্টু (এমপি সমর্থক), তৌহিদুল ইসলাম বাঘা (এমপি সমর্থক), তায়েজ উদ্দিন (লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), ঈশ্বরদী ইউপিতে শফিকুল ইসলাম স্বপন (লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), মোহাম্মদ আলী (এমপি সমর্থক), চংধুপইল আব্দুলা আল মামুন অরেঞ্জ (এমপি সমর্থক), আড়বাব মোখলেছুর রহমান (এমপি সমর্থক), আশরাফুল ইসলাম (লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), গোলাম মোস্তফা(লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), সাইফুল ইসলাম (লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), বিলমাড়ীয়ায় লালপুর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু (এমপি সমর্থক), আসলাম উদ্দিন (লালপুর উপজেলা আ’লীগ সমর্থক), দুয়ারিয়ায় আতাউর রহমান জার্জিস (এমপি সমর্থক), শরিফুল ইসলাম সরকার (এমপি সমর্থক), ওয়ালিয়ায় নূরে আলম সিদ্দিকী আলম (এমপি সমর্থক), দুড়দুড়িয়ায় তোফাজ্জল হোসেন (এমপি সমর্থক) , সদস্য আজিজুল আলম খাঁন (এমপি সমর্থক), দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ইদ্রিস আলী, আব্দুল লতিব, এবি-তে গোলাম মোস্তফা আসলাম (এমপি সমর্থক), ইউসুফ আলী (এমপি সমর্থক) এবং কদিমচিলান ইউপিতে আব্দুল মান্নান (এমপি সমর্থক)ও আনছারুল ইসলাম (এমপি সমর্থক)।

স্বতন্ত্র ১৫ জন প্রার্থীরা হলেন লালপুর ইউপিতে বাদশা আলঙ্গীর, এ. টি. এম জাহেদুল আলম, ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ, নজরুল ইসলাম, ইমরান আলী, চংধুপইল ইউপিতে মুস্তাকীম বেল্লাহ, আড়বাব ইউপিতে মোশাররফ হোসেন, বিলমাড়ীয়া ইউপিতে ছিদ্দিক আলী, দুয়ারিয়া ইউপিতে ইসমাইল হোসেন , আরকানুল ইসলাম দুলাল, কাজী আব্দুর সামাদ, ওয়ালিয়া ইউপিতে জয়নাল আবেদিন, দুড়দুড়িয়া ইউপিতে আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন মুক্তার, কদিমচিলান ইউপিতে আবুল কাশেম সরকার। বাংলাদেশ ইসলামি আন্দোলন দল থেকে দুয়ারিয়া ইউপিতে বেলাল সরকার ও আড়বাব ইউপিতে আব্দুল মজিদ।

এছাড়া ১০ টি ইউনিয়নে সদস্য পদে ৪২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ১২১ জন।
উল্লেখ্য ৩য় ধাপ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর ও নিবার্চন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

(এম/এসপি/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test