E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

২০২১ নভেম্বর ১৮ ১৬:৩১:২৯
টাঙ্গাইলে ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া আন্ডারপাসের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গোড়াই কইল্যান হাজীপাড়া গ্রামের মৃত আ. করিমের ছেলে মো. মাহাবুবুর রহমান (৩৫), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়কাচনা গ্রামের মোতালেব মিয়ার ছেলে মোজাম্মেল (২২) ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী হাসান হৃদয় (২০)।

থানাসূত্রে জানা যায় , ধেরুয়া আন্ডারপাস এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে ঐ স্থানে পৌছিয়ে পুলিশের দুই ইউনিট দু’দিক থেকে তাদের ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ডাকাত পালাতে সক্ষম হলেও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রো বাস, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাহাবুবুর রহমানের নামে ২০১৪ সালে মির্জাপুর থানায় সন্ত্রাসী মামলা হয়, এছাড়া ডাকাতি, চুরি, ছিনতাই, সন্ত্রাসী, মারামারি, অস্ত্র, অপহরণ ও পুলিশের উপর হামলার মোট ৮টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তার নামে। তারা সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এলাকায় দীর্ঘদিন যাবৎ এই ধরণের অপরাধ সংঘটিত করে আসছিলো। বিভিন্ন সময় ডিবি-পুলিশ পরিচয়েও ডাকাতি করতেন তারা!

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক গণমাধ্যমে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

(এসএম/এসপি/নভেম্বর ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test