E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে ভোট বাক্স নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ ও আনসারসহ আহত ১০

২০২১ ডিসেম্বর ২৬ ২১:৫১:৩৮
লক্ষ্মীপুরে ভোট বাক্স নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ ও আনসারসহ আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ফলাফল ঘোষনা দিয়ে ফেরার পথে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশ ও আনসারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যার পরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ হামলার শিকার হন তারা। পরাজিত মেম্বার আব্বাছ হোসেনের (তালা প্রতীকের) সমর্থকরা এ হামলা চালায় বলে আহতরা জানান। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ও নির্বাচনী দায়িত্ব পালনকারী আহতরা জানান, ভোট গণনার পর ফলাফল ঘোষনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরার পথে তালা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য এ এস আই হামিম, মাহবুব, শামসুল ইসলাম, আনসার সদস্য শাহিনুর বেগম, আলেয়া বেগম, পিয়ারা বেগম, রুমা আক্তারসহ ১০ জন আহত হয়।

(এসএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test