E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে মিজান উদ্দিন শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত

২০২২ জানুয়ারি ১১ ১৯:০৪:১০
লক্ষ্মীপুরে মিজান উদ্দিন শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মিজান উদ্দিন জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে সরকারি-বেসরকারি সব ধরণের সর্বোচ্চ নাগরিক ই-সেবা প্রদান, সার্বিক পারফরমেন্স এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে মাসব্যাপি ডিজিটাল বাংলাদেশ ‘ই-সেবা ক্যাম্পেইন ২০২১’ পালনে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ তাকে নির্বাচিত করেন। পরে শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ মিজান উদ্দিনকে পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেনসহ জেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ।

জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত মোঃ মিজান উদ্দিন বলেন, ২০১০ সাল থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু করি। শুরু থেকে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করায় এসময় তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোঃ মিজান উদ্দিন বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

(এস/এসপি/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test