E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মৌলভীবাজারে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

২০২২ জানুয়ারি ১৬ ১৮:৪৩:১২
মৌলভীবাজারে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ আলী আছকর (৫৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানে নামে। ওই সময় এক কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয় মোঃ আলী আছকর (৫৯) নামে এক মাদক কারবারিকে।

গ্রেফতার হওয়া আলী আছকর রাজনগর উপজেলার ২নং উত্তরবাগ ইউনিয়নের কামলপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি মোঃ আলী আছকর পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত বিক্রিসহ সর্বরাহ করে আসছিলো। এমন তথ্যে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শনিবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে আমাদের অভিযান অব্যহত থাকবে।

(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test