E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাংশায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আগমন উপলক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা 

২০২২ জানুয়ারি ৩০ ১৮:৫২:৩৮
পাংশায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আগমন উপলক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা 

একে আজাদ, রাজবাড়ী :  রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের পাংশায় আগমন উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ আগমণ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও পাংশা প্রেসক্লাব সহ আমন্ত্রিত বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সুধীজনের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন জেলার নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়ের ওয়াজেদ আলী মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচিতি ও মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান।

(একে/এসপি/জানুয়ারি ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test